কবিতা জন্মভূমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রায়েশ্রী কবিতা #ছোটদেরকবিতা #withlyrics #রবিঠাকুর জন্মভূমি – রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥ জানি নে তোর ধনরতন আছে কি না রানির মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥ কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে॥ আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥ TO GET MORE VIDEOS PLEASE SUBSCRIBE THE CHANNEL. PLEASE LIKE & COMMENT