ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: মোবাইল থেকে Facebook অ্যাপ ব্যবহার করে: 1. *Facebook অ্যাপে প্রবেশ করুন।* 2. নিচের মেনু থেকে *Pages* এ যান বা আপনার পেজে প্রবেশ করুন। 3. *Settings* বা *More* ৩ টি ডট বা gear icon এ চাপ দিন। 4. *Page Settings* *Page Info* সিলেক্ট করুন। 5. *Name* অপশনটি বেছে নিন। 6. নতুন নাম লিখে *Continue* চাপুন। 7. সব ঠিক থাকলে *Request Change* চাপ দিন। কম্পিউটার থেকে ব্রাউজার দিয়ে 1. আপনার Facebook পেজে যান। 2. *Settings* বাম পাশের মেনুতে এ ক্লিক করুন। 3. *Page Info* তে যান। 4. *Name* এর পাশে *Edit* এ ক্লিক করুন। 5. নতুন নাম লিখে *Review Change* ও তারপর *Request Change* দিন। *নোট:* নাম পরিবর্তনের রিকোয়েস্টটি ফেসবুক রিভিউ করে। এতে কিছু সময় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন লাগতে পারে। পেজ নাম বড় কোনো ব্র্যান্ড বা সংবেদনশীল কিছু হলে রিকোয়েস্ট রিজেক্ট হতে পারে।