How to change Facebook page Name. কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবো?

How to change Facebook page Name. কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবো?

ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: মোবাইল থেকে Facebook অ্যাপ ব্যবহার করে: 1. *Facebook অ্যাপে প্রবেশ করুন।* 2. নিচের মেনু থেকে *Pages* এ যান বা আপনার পেজে প্রবেশ করুন। 3. *Settings* বা *More* ৩ টি ডট বা gear icon এ চাপ দিন। 4. *Page Settings* *Page Info* সিলেক্ট করুন। 5. *Name* অপশনটি বেছে নিন। 6. নতুন নাম লিখে *Continue* চাপুন। 7. সব ঠিক থাকলে *Request Change* চাপ দিন। কম্পিউটার থেকে ব্রাউজার দিয়ে 1. আপনার Facebook পেজে যান। 2. *Settings* বাম পাশের মেনুতে এ ক্লিক করুন। 3. *Page Info* তে যান। 4. *Name* এর পাশে *Edit* এ ক্লিক করুন। 5. নতুন নাম লিখে *Review Change* ও তারপর *Request Change* দিন। *নোট:* নাম পরিবর্তনের রিকোয়েস্টটি ফেসবুক রিভিউ করে। এতে কিছু সময় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন লাগতে পারে। পেজ নাম বড় কোনো ব্র্যান্ড বা সংবেদনশীল কিছু হলে রিকোয়েস্ট রিজেক্ট হতে পারে।