Amar Song Is Sung by Samz Vai Bangla Song 2019. Starring: Afjal Sujon And Ontora. Musci Composed by Ankur Mahamud. Tune And Amar Moner Jochona Ami Kauke Debo Na Lyrics In Bengali Written by Samz Vai. Song : Amar Vocal, Music & Tune : Samz Vai Music : Ankur Mahamud Story & Directed by : Eagle Team DOP : Rajon Romm Edit & Color: Shamim Hossain Produced by : Kachi Ahmed Label : Eagle Music Original song 👇👇 • Amar | Samz Vai | Bangla Song 2019 |... তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা তাই রাত জাগিয়ে মনের সুখে দেই যে পাহারা, তুমি আমার কাছে শিশির ভেজা সোনালী সকাল তোমায় একনজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায় মনের মতো মন, আমার মনের জোছনা আমি কাউকে দেবোনা তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা, যতই করো বাহানা তোমায় যেতে দিবো না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালোলাগে খুব বড়ো ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব, আমার মন যে মানে না, আর দূরে থেকো না, আমার মন যে মানে না, আর দূরে থেকো না আমার পরান'পাখি তুমি বীণে থাকে আনমনা। আমার মনের জোছনা আমি কাউকে দেবো না তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা, যতই কর বাহানা তোমায় যেতে দিবো না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। তোমায় একপলক দেখলে এ মন রয় না আমার ঘরে সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে, আমি কিছুই জানি না, তুমি কেন আসো না, আমি কিছুই জানি না, তুমি কেন আসো না, আমার আমার কাছে আঁধার ঘরের আলোরই বন্যা। আমার মনের জোছনা আমি কাউকে দেবো না তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না, যতই কর বাহানা তোমায় যেতে দিবো না আমি পাগোল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।