S01E10 TMM presents 5 Min Summary of The Alchemist by Paulo Coelho | Bengali Audiobook |

S01E10 TMM presents 5 Min Summary of The Alchemist by Paulo Coelho | Bengali Audiobook |

পাওলো কোয়েলহোর লেখা "দ্য অ্যালকেমিস্ট" সান্তিয়াগোর গল্প বলে, যে একজন তরুণ রাখাল, স্পেন থেকে মিশরীয় পিরামিড পর্যন্ত ধন-সম্পদ খোঁজার স্বপ্ন দেখে। পথে, সে তার হৃদয়ের কথা শোনা, সুযোগ (অশনি সংকেত) চিনতে এবং তার "ব্যক্তিগত কিংবদন্তি" অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে শেখে। সে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং বিভিন্ন অভিজ্ঞতা থেকে শেখে, অবশেষে বুঝতে পারে যে ধন পিরামিডগুলিতে নয়, বরং তার নিজের এবং তার যাত্রার মধ্যে রয়েছে। Music Credit :    • ISLAMIC Art Background Music Copyright fre...   ISLAMIC Art Background Music Copyright free | No copyright Islamic Background Sound | NCS | NCM | অডিওবুক শো টেল মি মোরে তোমাকে স্বাগতম, এখানে আমরা একটি সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের স্মুদিতে উপস্থাপন করি প্রজ্ঞা, বুদ্ধি এবং কেবল ব্যাঙ্গমূলক ভাষার মিশ্রনে, কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রীল এর চেয়ে কম হয় তখন পড়ার সময় কার আছে? এখানে পাবে স্ব-সহায়ক, বিজ্ঞানভিত্তিক, কল্পকাহিনী আরো নানান বইয়ের সারাংশ । যেটা তুমি স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিক, আমরা সেই বইগুলোকে বুঝে ফেলি এবং শূন্য স্পয়লার এবং প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি। আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান, আর বিদ্রোহী বন্ধু , যে এই বইগুলো পড়েছে, স্কিম করেছে, এবং এগুলোর সম্পর্কে এক একটা মিম তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। আর হ্যাঁ, তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় সেই ফলো বোতামটি টিপে ভেঙে দাও। ইনস্টাগ্রাম, টিকটক,ফেইসবুক, টুইটার, মাইস্পেসের কথা বলছি, আচ্ছা ঠিক আছে, মাইস্পেস নয়, তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো এন্ড কমেন্ট এ বোলো এরকম কনটেন্ট আরো চাও তো নাকি? আমাদের ফলো করো সব জায়গাই কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি , ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনও এই বইটির কথা শোনোনি । তাহলে চলো ব্রেনিয়াক এই ম্যাজিক্যাল যাত্রায়, তোমার পাঁচ মিনিটের সাহিত্যিক রোলার কোস্টার শুরু হতে চলেছে, আমরা হলাম টেল মি মোর। তাহলে বন্ধুরা, আজকে এইঅবধি রইলো সাহিত্যের শ্রেঠ পাঁচ মিনিটের ক্র্যাশ কোর্স তোমার জন্য। আর দ্যাখো তুমি একফোঁটা ঘাম না ঝরিয়েই ৩৭% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছো। থ্যাংক ইউ! যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক-সাইজ বইয়ের সারাংশগুলো উপভোগ করে থাকে, তাহলে কল্পনা করে দ্যাখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে। তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনও পড়ার বিষয়ে মিথ্যা বলতে হবে না।তাই আমাদের সব জায়গাই ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট এ জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা! প্যাপিরাসের স্ক্রল থেকে টিকটক, ইনস্টাগ্রাম,ফেইসবুক, টুইটার, সব জায়গাই আছি আমরা!যদি তুমি একটি পায়রাকে QR কোড নিয়ে উড়ে যেতে দ্যাখো, তাহলে সেটা তক্ষনি স্ক্যান করে দ্যাখো সম্ভবত সেটাও "টেল মে মোর"। কারণ আমরা একাধারে পুরাতন আবার আধুনিক, কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেক বেশি স্মার্ট করে তুলতে পারি। তাই সাবস্ক্রাইব করো, নাহলে বুক ক্লাবে সবসময়ে নীরবে মাথা নাড়তে বাধ্য হবে।আমরা হলাম টেল মি মোর, যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত, সবাইকে বলতে থাকো "হ্যাঁ আমি, তো এই বইটা পড়েছি!"।