বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও শ্রদ্ধার অধ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেতৃত্বের প্রতীক মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। ৪০ লাখ মানুষের অংশগ্রহণে এই জানাজা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বৃহত্তম জানাজা হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বস্তরের মানুষ তাঁদের প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকারের প্রশ্নে দৃঢ় অবস্থানের মাধ্যমে দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর জীবনের সংগ্রাম, নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩 সবার আগে বাংলাদেশ। #KhaledaZia #ZiaurRahman #TariqueRahman #দেশমাতা #নামাজেজানাজা #Janaza #BNP #বিএনপি #শেষবিদায়