সংবাদ সারাদেশ |Songbad Saradesh |12:30 PM |18 January 2026 |Jamuna TV

সংবাদ সারাদেশ |Songbad Saradesh |12:30 PM |18 January 2026 |Jamuna TV

গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ, এটাই ছিল দীর্ঘদিনের চিত্র। কিন্তু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ একাধিক দল। ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই। কাগজে-কলমে দাউদকান্দি ও মেঘনা উপজেলা-একই সংসদীয় আসন, কুমিল্লা-১। তবে, বাস্তবতায় দুই উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়ক সংযোগ ব্যবস্থা নেই। আর স্বাধীনতার ৫৪ বছর পরেও বেহাল রাস্তা-ঘাটের উন্নয়ন হয়নি। ফলে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনের ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চান- যে সবার আগে এসব সমস্যা সমাধানে কাজ করবে।