আক্ষরিক অর্থে বিজ্ঞান বলতে বোঝায় বিশেষ জ্ঞানকে। এই বিশেষ জ্ঞানটি মানুষের জীবনকে সহজ করার জন্য ভূমিকা রাখে। আধুনিক যুগকে বিজ্ঞানের যুগ বলা যায় সেটা হোক কৃষি ক্ষেত্রে হোক চিকিৎসা ক্ষেত্রে হোক শিক্ষা ক্ষেত্রে হোক যোগাযোগ ক্ষেত্রে। বিজ্ঞানের জয় জয় কার চারিদিকে। বিজ্ঞান এবং প্রযুক্তির আদৌলতে মানুষ এখন অসম্ভবকে করে তুলেছে সম্ভব। মানব সভ্যতার বিকাশে বা বর্তমানের যে রূপদান তার পিছনে বিজ্ঞানের অবর্ণনীয় অবদান রয়েছে। মানবজীবনে বিজ্ঞান বাংলা প্রবন্ধ রচনা। অষ্টম শ্রেণি, নবম দশম শ্রেণি ও এসএসসি শিক্ষার্থীদের বাংলা লিখিত অংশের প্রস্তুতির সহায়ক। #বাংলা #রচনা #বাংলা_রচনা #বাংলা_প্রবন্ধ #প্রবন্ধ_রচনা #মানবজীবনে_বিজ্ঞান #bangla #rochona #sscbangla