#ও_অনুপমা_ও_ও_নিরুপমা ও অনুপমা ও নিরুপমা পাখির বাসার মত দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন পাখির বাসার মত দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন আমি আজ হারিয়েছি তোমারি পরশে স্বপ্নিল আবেশে ও অনুপমা ও নিরুপমা অনেক আশার সুরভী দিয়ে পথ বেঁধেছি তোমায় পেয়ে তুমি যে আমার ওগো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে সে পথ যেন আলোয় ভরা একটি বাসর গড়বো মোরা তুমি যে আমার ওগো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে আমি আজ হারিয়েছি তোমারি পরশে স্বপ্নিল আবেশে কথার মালা গাঁথব এস সুরে সুরে মোরে ভালবেসো তুমি যে আমার ওগো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে দুটি মনে দুটি তারা রইবো নাকো সাথীহারা তুমি যে আমার ওগো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে আমি আজ হারিয়েছি তোমারি পরশে স্বপ্নিল আবেশে Song Credited By Bongo Holdings Pte Ltd Channel: CD Vision Official