শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজএর ১৭৫ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত ষোড়শ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এটি বাঁশখালী থানার অন্তর্গত কোকদন্ডী পল্লী গ্রামের একটি ঐতিহ্যবাহী উৎসব। এইখানে অনেক দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত সমাগম ঘটে। শ্রীমৎ স্বামী অনন্তানন্দপুরী মহারাজ উনার গুরুদেবের শুভ আবির্ভাব তিথি স্মরনে এইসব পালিত হয়। এই উৎসব ডিসেম্বরের ৩১ তারিখ থেকে শুরু করে জানুয়ারি এক ও দুই তারিখ পর্যন্ত স্থায়ী হয় ।। আপনাদের সকলকে এই উৎসবে আমন্ত্রন জানাচ্ছি। এসে আমাদের গুরুধাম দেখে যাবেন। জয়গুরু 🙏🙏 নামকীর্তন | হরিনাম সংকীর্তন এই কীর্তনে অংশগ্রহণ করে মনকে ভোগ থেকে যোগের পথে ফিরিয়ে আনুন। ভগবানের নাম স্মরণই সকল দুঃখ, ভয় ও অস্থিরতার পরম ঔষধ। সবাইকে আমন্ত্রণ—নামরসে ভিজে যেতে। এই কলিযুগে একমাত্র আশ্রয় ভগবানের নাম। নামকীর্তনের প্রতিটি ধ্বনিতে লুকিয়ে আছে করুণা, প্রেম ও মুক্তির ডাক। চলো, একসাথে নাম স্মরণে মন ডুবাই— হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। #NaamKirtan #HarinamSankirtan #BhajanKirtan #DevotionalSong #SpiritualMusic #BhaktiYoga #IndianSpirituality