Announce of Schedule for National Elections and Referendum | CEC | BD Election |

Announce of Schedule for National Elections and Referendum | CEC | BD Election |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তারিখ: ১১ ডিসেম্বর (বৃহঃস্পতিবার) ২০২৫ ইং ✪জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং সংক্রান্ত কিছু তথ্য✪ ‌➤ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ➤২৯ শে ডিসেম্বর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ➤৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত মনোনয়ন বাছাই চলবে। ➤নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারী শুরু হয়ে ১০ ফেব্রুয়ারী শেষ হবে। বিঃদ্রঃ- আমাদের "ASADULLAH WORLD" - ইউটিউব চ্যানেল টি "ইসলামিক রিসার্চ এন্ড কালচারাল সেন্টার" - এর একটি প্রতিষ্ঠান।  "ASADULLAH WORLD" - ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা আপলোড করা হবে। ইনশাআল্লাহ।  আমাদের ভিডিও টি ভালো লাগলে লাইক দিন। কমেন্ট করে জানান। শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন।  অনুগ্রহপূর্বক আমাদের ভিডিও কপি করে কেউ নিজেদের চ্যানেলে আপলোড করবেন না।  কপি করার কারণে, আপনার চ্যানেল বাতিল হলে "ইসলামিক রিসার্চ এন্ড কালচারাল সেন্টার" কর্তৃপক্ষ কে কোনভাবেই দায়ী করতে পারবেন না।