Song : Akashe Onek Tarar Vire Singer : Atif Ahmed Niloy Lyrics & Tune : Rakib Emran Lyrics : আকাশে অনেক তারার ভিড়ে, আমি তরে খুইজা পাইলাম নারে আবেদন খোদার দরবারে আখিরাতে পাই যেন তোরে আমার কলিজা টা পোড়া আমি একটা জেন্ত মরা কি করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া পাগল হইয়া পইড়া থাকি, তোর সমাধিতে, চোখের জলে দোয়া করি প্রতি মোনাজাতে আমার কলিজা টা পোড়া আমি একটা জেন্ত মরা কি করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া দুক্ষ গুলো পুইসা বুকে, মুখে হাইসা যাই। তোর কাছে কবে যাবো প্রহর গুনি তাই। আমার কলিজা টা পোড়া আমি একটা জেন্ত মরা কি করে বাঁইচা থাকি আমি তোরে ছাড়া Video Link: • Video