jay gobinda hori Jay nandala harmonium tutorial #harmoniumtutorial #harmoniumdidi #musicalnotation #harekrishna #krishnabhajan #কৃষ্ণ_ভজন Lyrics জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল হো ও ও ত্রিভূবন হাসি দেখি তোমার দয়ায় বিরুপ শুধু প্রভু তুমি আমার বেলায় কেউতো বোঝে না কিসের ব্যথায় কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল পরতে গেলাম আমি মায়ার কাজল কাজল হয়ে গেল নয়নের জল চাইতে গেলাম সুধা পেলাম গরল রইল আমার মালায় কাঁটাই কেবল আমার ভালবাসার একি পরিনাম আধাঁরে যা কিছু আলো সব হারালাম আমায় একা ফেলে রইলে কোথায় জানিনা তো কবে দেখা দেবে আমায়