সঙ্কট মোচন হনুমান ও সঙ্কট মোচন বীর হনুমান, ভক্তের দুঃখে কাঁপে প্রাণ। অন্ধকারে আলো জ্বালাও তুমি, ভয়ের মাঝে দাও আশ্রয়স্থান। শক্তি দাও দুর্বলের মনে, ভরসা দাও নিরাশ প্রাণে, তোমার নামেই ভাঙে শৃঙ্খল, মুছে যায় যত দুঃখ-গ্লানি। রামের নাম বুকে ধারণ করে, সত্য পথে রাখো পা, অহংকার দূর করে দাও প্রভু, ভক্তির পথে দাও দিশা। যে ডাকে তোমায় বিশ্বাস ভরে, তার পাশে থাকো সদা, জয় বজরংবলী, মহাবীর, করুণা রেখো সবার প্রতি চিরদা। 🙏🕉️ আপনি চাইলে আমি ছোট ফেসবুক পোস্ট স্টাইল, আরও ভক্তিমূলক/মন্ত্রধর্মী, বা শিশুদের জন্য সহজ কবিতা এই রকম ভিন্ন স্টাইলেও লিখে দিতে Jay shree Ram ji Hare krishna 💓 Hanuman Jay shree Ram #jayshreeram #jay #harharmahadev #ramadan #ram #rambhajan #hanumanji