ঘরের উন্নতির জন্য প্রতিদিন শুনুন সূরা বাকারা I Surah Al Baqarah Full Quran Recitation | Alaa Aqel #সূরাবাকারা #surahbaqarah Surah Al-Baqarah (سورة البقرة) – কুরআনের দীর্ঘতম এবং সবচেয়ে মহিমান্বিত সূরা। এতে রয়েছে ২৮৬টি আয়াত, যা মাসহাফে সূরা ফাতিহার পর দ্বিতীয় স্থানে অবস্থিত। বলা হয়ে থাকে যে এটি মদিনায় নাজিল হওয়া প্রথম সূরা, তবে শেষের আয়াত وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللهِ ... বিদায় হজের সময় মিনার কোরবানীর দিনে নাজিল হয়েছিল। সুদ সংক্রান্ত আয়াতও প্রারম্ভিক পর্যায়ে নাজিল হয়। খালিদ বিন মা’দান একে “ফুসতাতুল কুরআন” (কুরআনের নগরী) আখ্যা দিয়েছেন এর মর্যাদা, বিধান, উপদেশ ও গভীরতার কারণে। উমর ইবনুল খাত্তাব (রাঃ) এ সূরার শিক্ষা ও বিধান আয়ত্ত করতে বারো বছর সময় নিয়েছিলেন, যেখানে তাঁর পুত্র আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) আট বছরেই তা সম্পূর্ণ করেন। কারণ, এই সূরা একবারে নয়, ধাপে ধাপে নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ✨ “সূরা বাকারা’র শেষ দুই আয়াত, যে ব্যক্তি রাতে পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট।” [১২] ✨ “তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করে না।” [১৩] [১৪][১৫] ✨ “প্রত্যেক জিনিসের একটি শিখর আছে, আর কুরআনের শিখর হল সূরা বাকারা। যে ব্যক্তি এক রাতে এটি পাঠ করবে, শয়তান তার ঘরে তিন রাত পর্যন্ত প্রবেশ করতে পারবে না।” [১৬] ✨ “কোরআন পাঠ করো, কারণ কেয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে। জাহরাউইন (বাকারা ও আলে ইমরান) পাঠ করো, কারণ তারা কেয়ামতের দিন আসবে যেন তারা দুটি মেঘ অথবা দুটি পাখির দল হয়ে তাদের পাঠকের পক্ষে তর্ক করবে। সূরা বাকারা পড়ো, এটি আঁকড়ে ধরা বরকত এবং তা ত্যাগ করা আফসোস, আর জাদুকররা এর মোকাবিলা করতে পারবে না।” [১৭] সূরার নামকরণ হয়েছে বনী ইসরাঈলের গরু (বাকারা)-র কাহিনী থেকে, যা ৬৭-৭৩ নং আয়াতে উল্লেখিত। এতে আল্লাহর বিধান বাস্তবায়নে দ্রুততার প্রয়োজনীয়তা এবং সত্যের প্রতি দৃঢ়তার শিক্ষা রয়েছে। এই সূরার মূল উদ্দেশ্য হলো মানবজাতিকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও পৃথিবী গড়ার জন্য প্রস্তুত করা, ঈমানের ভিত্তি দৃঢ় করা এবং শরীয়তের পূর্ণতা ঘোষণা করা। সূরা বাকারা’র বিশেষ বৈশিষ্ট্যসমূহ: 🔸 এটি কুরআনের দীর্ঘতম সূরা। 🔸 এতে রয়েছে কুরআনের শেষ নাজিলকৃত আয়াত। 🔸 এতে আছে সবচেয়ে দীর্ঘ আয়াত (ঋণের দায় সংক্রান্ত আয়াত)। 🔸 এতে রয়েছে কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত—আয়াতুল কুরসি। 🔸 কিয়ামতের দিন এটি তার পাঠকের পক্ষে লড়বে, বরকত দান করবে এবং শয়তানের প্রবেশ রোধ করবে। #সূরা_বাকারা #baqarah #quran #allah #muslim #islam #koran #allahuakbar #surah #albaqarah #prayer #surahbaqarah #ayat #prophetmohamed