বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই | Khaleda Zia

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই | Khaleda Zia

খালেদা জিয়া, বাংলাদেশী রাজনীতির এক যুগান্তকারী নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।এই খবরটি বাংলাদেশের রাজনীতি এবং সাধারণ মানুষের মনে গভীর শোক সৃষ্টি করেছে।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা, সংগ্রাম ও দাসত্বের বিরুদ্ধে লড়াই আজ ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে।এই ভিডিওতে খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, তার রাজনৈতিক অবদান ও মৃত্যুর সংবাদ তুলে ধরা হয়েছে।শোকাহত সকলের জন্য আমরা দোয়া করি তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। #খালেদা_জিয়া #খালেদা_জিয়া #বাংলাদেশ #বিএনপি #সাবেক_প্রধানমন্ত্রী #দেশনেত্রী #শোক #KhaledaZia #KhaledaZiaDeath #Bangladesh #BNP #FormerPM #BreakingNews #RIPKhaledaZia #EndOfAnEra #BangladeshNews