ফাংগাল ইনফেকশন জনিত খুশকি প্রচন্ড অস্বস্তিদায়ক ও হতাশাজনক হয়ে উঠতে পারে। খুব সহজেই যত যাই করুন সাধারণ খুশকির মত এটি চলে যায় না। সাথে চুলকানী, মাথার ত্বকে ফুঁসকুড়ি,ব্যাথা,জ্বলুনীর মত সমস্যা গুলো অবস্থা আরো ভয়াবহ করে তোলে। অতিরিক্ত এন্টিমাইক্রোবিয়াল প্রডাক্ট ব্যাবহারে অন্যান্য অনুজীবদের শক্তিশালি করে তুলছে, ফলে এদের থেকে মুক্তি পাওয়াও ক্রমেই কষ্টকর হয়ে উঠছে। তাই এই সমস্যা গুলোর জন্য পরিক্ষিত সমাধান পেতে বযবহার করুনঃ- Dear Hair Tonic ও Dear Hair Cleanser প্যাকেজটি উপসর্গ সমূহ কপালে ও ঘাড়ে সাদাটে আবরণ পড়া,চামড়ায় হলুদাভ খোসা ওঠা,মাথায় খুশকি ও সাদা সাদা চামড়ার অংশ উঠে আস,সারাক্ষণ শুধু মাথা চুলকানী ও জ্বলাভাব,সাদা খোসা ও চামড়া ওঠা,চামড়ায় আঁশ এর মত ওঠা,অনেক জায়গায় গ্রিসের মত সাদা সাদা জমা হওয়া,মাথায় ঘামাচির মত ফুসকুড়ি ওঠা,মাথার ত্বকে বিবর্ণ ময়লার মত জমা মৃত ত্বক উঠে আসা,মাথার ত্বক রুক্ষ হয়ে পড়া,আক্রান্ত স্থান লাল এবং খসখসে হয়ে যায়,চুলের ফলিকলের ক্ষতি ।