বাবুরাম সাপুড়ে - Baburam Sapure | Nursery Rhymes Bangla

বাবুরাম সাপুড়ে - Baburam Sapure | Nursery Rhymes Bangla

বাবুরাম সাপুড়ে - Baburam Sapure | Nursery Rhymes Bangla বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে - Baburam Sapure Kotha Jas Bapure, একটি চিরচেনা ও মজার বাংলা ছড়া, যা প্রজন্মের পর প্রজন্ম শিশুদের মুখে মুখে চলে আসছে! এই 3D কার্টুন ভিডিওতে দেখানো হয়েছে আমাদের পরিচিত গ্রামীণ চরিত্র বাবুরাম সাপুড়ে। গ্রামের রাস্তায় হাঁটা, বটতলায় বাঁশি বাজানো, আর বাঁশির তালে নাচতে থাকা সাপ—সব মিলিয়ে একটি মজার ও আনন্দময় শিশুদের গল্প। এর সাথে গ্রামের বাচ্চাদের মজার ছন্দ। — মজার, কিউট আর দুষ্টুমি ভরা চরিত্রেরা, যারা হাসাবে প্রতিটি বাচ্চাকে। 😄 Nursery Rhymes in Bangla | বাংলা ছড়া | Kids Song | Animation Song 🎵 শিশুদের শেখা, মজা ও বিনোদনের জন্য উপযুক্ত। 🎨 3D cartoon animation style, colorful village scenes & funny characters! 👉 ছড়ার মূল লাইন: বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা,দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই,শিং নেই নোখ নেই,ছোটে না কি হাঁটে না,কাউকে যে কাটে না,করে নাকো ফোঁসফাঁস, মারে নাকো ঢুঁশঢাঁশ।নেই কোন উৎপাত,খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত,গোটা দুই আনত? তেড়ে মেরে ডান্ডা,করে দেই ঠান্ডা। #Baburam #Cartoon #BanglaCartoon #banglarhymesforchildren   #NurseryRhymesBangla  #kidssong #BanglaKids  #3DCartoon  #ChildrenSong  #বাংলাছড়া  #KidsAnimation