একদিন শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন — “বাচ্চারা, সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কেউ কখনো চুরি করেছ?” হঠাৎ গোলু উঠে দাঁড়াল — “জি স্যার, আমি করেছি।” শিক্ষক অবাক! “কি চুরি করেছ? কবে করেছ? সব খুলে বলো।” গোলু একদম শান্ত গলায় বলল — “স্যার, একদিন বাবার পকেট থেকে ৫০০ টাকা, গতকাল দাদির থেকে ২০০ টাকা, আর আজ সকালে মায়ের থেকে ১০০ টাকা নিয়েছি।” শিক্ষক রেগে গিয়ে বললেন — “এত চুরি! এবার কী করবে?” গোলু নির্লজ্জ মুখে বলল — “স্যার, আর বাড়িতে চুরি করব না।” শিক্ষক স্বস্তির নিশ্বাস ফেলতেই গোলু যোগ করল — “আজ থেকে পাশের বাড়িতে চুরি করব।” 😂 পুরো ক্লাস হেসে লুটোপুটি! এমন সময় আরেক ছাত্র উঠে বলল — “স্যার, আমার বাবা গতকাল রেলস্টেশনে চুরি করতে গিয়ে ধরা পড়েছে… এখন সে জেলে আছে!” 🤣🤣 📌 Updated Hashtags #shorts #banglaComedy #funnyStory #teacherStudentJokes #banglaShorts #viral চাও তো আমি এটাকে Facebook / YouTube Shorts / Instagram caption style-এও সাজিয়ে দিতে পারি 👍