Zara Zara Bengali Version Song Valolaga Valobasar Tofat Song Is Sung by Sayan. Originaly Hindi Song Is Sung by Bombay Jayshree from Rehnaa Hai Terre Dil Mein Movie. Zara Zara lyrics In Bengali Written by Sayan And Hindi Lyrics Written by Sameer. Song : Zara Zara Bengali Version Vocal, Music & Lyrics : Sayan Video & Edit : Atanu, Rittik Original Song Credits : Movie : Rehnaa Hai Terre Dil Mein Singer : Bombay Jayshree Music : Harris Jayaraj Label : Saregama India Limited original song 👇👇 • Zara Zara | Bengali Version | Valolag... আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই এখনও যত্ন করে যাই, যদিও তুমি বহুদূরে.. আমি আজও পাগল তোমারই ওই প্রেমে গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি, যদি আবার ছুঁতে পারতাম তোমাকে সত্যি বা, স্বপ্নই হোক এ দূরত্ব শেষ হয়ে যেত যে। ভালোলাগা, ভালোবাসার তফাৎ কি যে হয় জানতাম না তবে কি আজ, সব দোষটা আমার ? দেরি করেছি বুঝতে, তবু ভয় ভয় পেওনা, আমি আছি, তোমারই পাশে দূরে যেও না, রাখবো আমি, জড়িয়ে তোমাকে।