প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার (Primary Teacher Job Circular 2025) কর্তৃপক্ষ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে ০৫ ও ১২ নভেম্বর ২০২৫ ইং বিশাল আকারে প্রকাশ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোট ১০,২১৯+৪,১৬৬ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০১টি (সহকারী শিক্ষক) পদে নিয়োগ দিবে। অনলাইনে https://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে। Primary Job Circular 2025 এ অনলাইনে আবেদন চলবে ০৮ ও ১৪ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০ঃ০০ ও ১০:৩০ মিনিট থেকে ও শেষ হবে ২১ ও ২৭ নভেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ মিনিটে।